বছর শুরুতে বেঙ্গল টপারের মুকুট হাতছাড়া হতেই ‘পরিণীতা’ ধারাবাহিক নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি দ্রোণ মুখার্জি অভিনীত ‘গোপাল’ চরিত্রটি ধারাবাহিক থেকে বাদ পরতেই কিছুটা হতাশ হয়েছিলেন দর্শক। শেষ পর্যন্ত গোপালের মৃত্যুর পরিণতি একেবারেই মেনে নিতে পারেনি দর্শক।
গোপালের বিদায়ে রীতিমত ক্ষোভ প্রকাশও করেছে দর্শক। কেউ কেউ বলেছেন গোপাল ছাড়া পরিণীতা আবেগহীন। তবে দ্রোন কিছুদিন আগেই জানিয়েছিলেন, গল্পে তার চরিত্রটির আর প্রয়োজন ছিলনা বলেই চরিত্রটি শেষ করা হয়েছে।
এবার ধারাবাহিক ঘিরে বড় ধাক্কা দর্শকদের জন্য। গোপাল চরিত্রের পর এবার ধারাবাহিক থেকে বাদ পড়তে চলেছে আরও এক গুরুত্বপুর্ন চরিত্র। গল্পে অন্যতম প্রধান পার্শ্বচরিত্র ‘মল্লার’ চরিত্রটির নাকি বিদায়ের পালা।
‘মল্লার’ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রিয়াজ লস্কর। আগামী দিনে হয়ত পরিণীতা ছাড়তে চলেছেন অভিনেতা রিয়াজ। এর পেছনে কারণ হিসাবে বলা হচ্ছে একই চ্যানেলের অন্য ধারাবাহিক ‘তুই আমার হিরো’- তে এন্ট্রি নিতে চলেছেন রিয়াজ। আর সেই কারনেই দর্শক মনে কৌতূহল তবে কি খুব তাড়াতাড়ি পরিণীতা ছাড়ছেন রিয়াজ?
এই বিষয়ে যদিও মুখ খোলেননি রিয়াজ। সবটাই দর্শকের অনুমান মাত্র। ধারাবাহিক কতৃপক্ষের তরফেও এই নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই কৌতূহল ও উত্তেজনা ছড়িয়ে পরেছে।



