
সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করছেন ছোটপর্দার রাই ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতি। খুব শীঘ্রই শুরু হবে সিনেমার শুটিং তাই সিরিয়ালে সময় দেওয়া সম্ভব নয়, ধারাবাহিক মিঠিঝোরা থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন আরাত্রিকা, এমনটাই শোনা যাচ্ছে অন্দর মহলে।
তাহলে কি রাইয়ের মুখ বদল। না, রাইয়ের মুখ বদল হবে না বরং তার অনুপস্থিতিতে আসবে নতুন নায়িকা। গল্প সাজানো হবে অন্য ভাবে। আনন্দ বাজার অনলাইনের সুত্রের খবর, মিঠিঝোরায় নতুন চরিত্র হাজির হচ্ছে। এককথায় রাইয়ের অনুপস্থিতে নতুন নায়িকার আগমন। কে আসছেন গল্পে?
সুত্রের খবর, চ্যানেলের তরফ থেকে ছোটপর্দার একাধিক জনপ্রিয় অভিনেত্রীর কাছে। শেষপর্যন্ত কাকে বেছে নেওয়া হবে সেটাই দেখার। আগামীদিনে নতুন গল্প আসতে চলেছে মিঠিঝোরা ধারাবাহিকে। বেশ কিছু সময় রাই অর্থাৎ আরাত্রিকা কম সময় দিতে পারবেন ধারাবাহিকে।