‘মিঠাই’ ধারাবাহিকের দৌলতে ছোটপর্দায় দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। বর্তমানে যদিও সিনেমা থেকে ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কালরাত্রি’। যেখানে মুখ্য চরিত্র ‘দেবী’র ভূমিকায় রয়েছেন সৌমীতৃষা।
হইচই-এ ‘কালরাত্রি’ সিরিজে সৌমীতৃষার অভিনয় প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই। অসাধারন অভিনয় দিয়েই মন জিতেছেন দর্শকের। তবে এবার সৌমীতৃষা অভিনয়ের প্রশংসা জানালেন সৈরিতি ব্যানার্জি।
সৈরিতির কথায় দেবী’র ভূমিকায় সৌমীতৃষা ছাড়া অন্য কাউকে মানাত না। এমনকি দর্শকরা হয়ত ট্রেলারেই খেয়াল করেছে সৌমীতৃষার চোখে এক অন্যরকমের স্নিগ্ধতা আছে। এখানেই শেষ নয়, অভিনেত্রী হিসাবে সৌমীতৃষা কে দশে দশ দিতে চান সৈরিতি। আগামীতেও আরও ভালো ভালো কাজ করে যাক সৌমীতৃষা এমনটাই আশা রাখেন সৈরিতি।