বাংলা ধারাবাহিকে TRP লিস্টে বাংলার টপার মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তবে মিঠাইয়ের পাশাপাশি দর্শকমহলের প্রশংসা পাচ্ছে আরেক ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ নায়িকা অন্বেষা হাজরার অভিনয়।
শুধু দর্শকমহলে নয়, অভিনেত্রী অন্বেষা হাজরার সাবলীল অভিনয় প্রশংসিত হচ্ছে টলি সেলবদের কাছেও। কিছুদিন আগে তার অভিনয়ে মনোমুগ্ধ হয়েছিল টলি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছিলেন অন্বেষার মতো এমন অসাধারণ আজকাল খুব কম দেখা যায়।
View this post on Instagram
সত্যি অন্বেষা হাজরা খুব ভালো একজন প্রতিভাবান অভিনেত্রী। বর্তমানে এইরকম অসাধারণ অভিনয় কম পাওয়া যায়। তাকে একজন বড় মাপের অভিনেত্রী বলাই যায়। আর তার এই প্রতিভাই মিঠাইকে টেক্কা দিয়ে জিতে নিল প্রতিভাময়ী অভিনেত্রী খেতাব।
View this post on Instagram
সম্প্রতি আইসিসিআর এর বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সেরা প্রতিভাময়ী অভিনেত্রী খেতাবের জন্য মনোনয়ন করা হয়েছিল ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেত্রী অন্বেষা হাজরার নাম। আর এই প্রতিযোগিতায় বাংলার টপার মিঠাইকে হারিয়ে জয়লাভ করেছেন অন্বেষা।
সেরা প্রতিভাময়ী অভিনেত্রী খেতাব পেলেন অন্বেষা। খেতাব জিতে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের সঙ্গে যুক্ত সমস্ত নির্মাতা এবং কলাকুশলীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুগামীদের কৃতজ্ঞতা জানিয়েছেন।
View this post on Instagram
সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/actress-anwesha-hazra-won-bengal-excellency-award-12843
দেখুন অভিনয় করা এখন কার দীনে খুব সহজ কেননা অনেক প্রশীক্ষন সেনটার হয়েছে তবে অনেষার অভিনয় অসাধারণ মনে হয়না কেউ শিখিয়ে দিয়েছে ও যখন টুকলুষ পিকলুষ বলে খুব ন্যাচারলাল লাগে ভীষন সুন্দর অভীনয় কারুর সাথে তুলনা করা চলেনা ও ওর মতো পাট অনুযায়ী পারফেকট