গতকাল অর্থাৎ ২৬ শে মার্চ জন্মদিন ছিল সারেগামাপা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্যের। তারকা হওয়া সত্ত্বেও পার্টি নয়, বরং বাবা-মায়ের সাথেই গ্রামের বাড়িতে ঘরোয়া উদযাপন করলেন অঙ্কিতা।
তবে তার জন্মদিনে পুরোটাই প্ল্যান করেছিলেন তার বাবা-মা। দুপুরে পাঁচ রকম ভাজা থেকে গায়িকার পছন্দের খাবার সাজিয়ে দিয়েছিলেন তার মা।
সবচেয়ে বড় গিফট হল অঙ্কিতার বাবা মা বাড়ির প্রবেশ পথে লক্ষ্মীর পায়ের চিহ্ন একে লেখেন, ‘শুভ জন্মদিন বাবাই। ভালো থাক, সুস্থ থাক।’ আর এটাই অঙ্কিতার কাছে সবচেয়ে বড় উপহার।’
সেই ছবি শেয়ার করে অঙ্কিতা লেখেন, ‘সকালে স্নান করে বেরিয়ে দেখি আমার ঠিক ঘরের সামনে বাব মা আলপনা আর আবীর গুলে শুভ জন্মদিন লিখেছে এর থেকে সুন্দর উপহার আর কি হতে পারে…ধন্যবাদ বাবা মা এই ভাবে আমার পাশে থেকো।”