মায়ের সাথে জনপ্রিয় লোকসংগীত গাইলেন অঙ্কিতা, মা-মেয়ের যুগলবন্দিতে মুগ্ধ নেটিজেন

অঙ্কিতা

বাংলার গানের দুনিয়ার অতি পরিচিত গোবরডাঙার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য। জি বাংলার গানের রিয়ালিটি শো জিতে হইচই ফেলেছিল। সারেগামাপা জয়ী এই শিল্পীর ভক্ত সংখ্যা অগুণতি।  প্রতিষ্ঠিত প্লে-ব্যাক গায়িকা হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন।

রথীজিৎ ভট্টাচার্যের কাছ থেকে সঙ্গীত শিখেছেন অঙ্কিতা। শুধু অঙ্কিতা নয়, অনেকেই হয়তো জানেন গায়িকার মা শাশ্বতী ভট্টাচার্যও দারুণ গান করেন। এবার মা-মেয়ের যুগলবন্দির একটি গানের ভিডিওতে মজেছেন সঙ্গীত প্রেমীরা।

‘বাংলা নিউজ’ নামক এক ফেসবুক পেজ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। অঙ্কিতা নিজেও সেটি শেয়ার করে নিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে। ভিডিওতে দেখা যাচ্ছে জনপ্রিয় লোকসংগীত ‘তুমি বন্ধু কালা পাখি…আমি যেন কী…’ গানটি গিটার হাতে গাইছেন অঙ্কিতা ভট্টাচার্য। তার সাথে সুর ধরেছেন গায়িকা মাও। তাদের যুগলবন্দী মন ছুঁয়ে গেছে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন।