ছোট্ট অস্মিকার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ‘জগদ্ধাত্রী’ ওরফে অঙ্কিতা মল্লিক

অঙ্কিতা মল্লিক

অস্মিকার ছোট্ট শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর বিরল রোগ। যার নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ-১। চিকিৎসার জন্য চাই ১৬ কোটি টাকা। ইতিমধ্যেই খুদে অস্মিকার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু সাধারণ মানুষ। পাশাপাশি সামিল হয়েছেন তারকারাও।

এর আগে অস্মিকার বাবা জানান যে, গত ৬ মাস ধরে মেয়ের চিকিৎসার জন্য ফান্ডিং চালাচ্ছেন তারা। এর ফলে এখনও পর্যন্ত প্রায় ৬ কোটি ৭৫ লক্ষ টাকা জোগাড় হয়েছে। বাকি প্রায় ১০ কোটি টাকা এখনও প্রয়োজন। প্রায় সাড়ে চার লক্ষ মানুষ অস্মিকার চিকিৎসায় অর্থ সাহায্য করেছেন।

এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্বয়ং জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক। সম্প্রতি টলিউড অনলাইন নামক একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে একটা ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে আছে অস্মিকা, আর তার সঙ্গে কথা বলছেন জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা। ছোট্ট অস্মিকাও যেন তার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে।

অঙ্কিতার এমন কাজে তাকে বাহবা দিয়েছেন সকলেই। এমনকি অসংখ্য নেটিজেনরা ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে।