জীবনের নতুন অধ্যায়ে অঙ্কিতা! এবার নতুন সুখবর দিলেন গায়িকা

 

অঙ্কিতা ভট্টাচার্য

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো সারেগামাপার প্রতিযোগী অঙ্কিতা ভট্টাচার্য। এই রিয়েলিটি শোয়ের বিজয়ের শিরোপা মাথায় ওঠার পরই পেয়েছেন খ্যাতি, সেইসাথে মিলেছে সাফল্যও। যার গানে মুগ্ধ আট থেকে আশি সকলেই। মঞ্চে নানা ধরণের গান গেয়ে নজর কেড়েছেন মানুষের। এত কম বয়সে এমন পারফরম্যান্স সত্যি ভাবা যায় না।

তবে সাফল্যের শীর্ষে পৌঁছেও খুব সাদামাটা ভাবে জীবনযাপন করেন। বিদেশে ঘুরে ঘুরে একাধিক শো করলেও নিজের মাটিকেই আঁকড়ে বাঁচতে ভালোবাসেন তিনি। তবে এবার নতুন সুখবর জানালেন অঙ্কিতা। ফেসবুক পোস্টে নিজেই জানালেন সেই সুখবর।

আবারও একটি সিনেমায় প্লেব্যাক করার জন্যও ডাক পেয়েছেন অঙ্কিতা। ছবির নাম ‘কীর্তনের পর কীর্তন’। এই ছবিতেই “আদরে চাদরে” (Adore Chadore) নামক গানটা শোনা যাবে অঙ্কিতার কন্ঠে।

একটা সময় নিজেকে প্লেব্যাক সিঙ্গার হিসেবেই দেখতে চেয়েছিলেন অঙ্কিতা। যদিও তার সেই স্বপ্ন অনেকদিন আগেই পূরণ হয়েছে। এদিন ছবির তারকাদের সঙ্গে ছবি পোস্ট করে খবরটি জানাতেই গায়িকার জন্য অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরেছে কমেন্ট বক্স।