‘আমাকে বলা হয়েছিল তুমি তো গ্রামের মেয়ে’, গানের জগতে আসার জন্য কটাক্ষ শুনতে হয়েছিল অঙ্কিতাকে

 অঙ্কিতা ভট্টাচার্য

‘সারেগামাপা-২০১৯’ এর চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য। অঙ্কিতার কন্ঠে গান টেলিভিশনের পর্দায় হোক কিংবা মিউজিক ভিডিওতে কমবেশি আমরা সকলেই শুনেছি। এই মুহূর্তে গানের জগতে নিজের পরিচিতি গড়েছেন গায়িকা। তবে তার এই লম্বা জার্নির পথটা অতটাও সহজ ছিল না। সম্প্রতি ‘জোশ টকস’-এর মঞ্চে এসে নিজের লড়াই ও জয় যাত্রার গল্প বললেন অঙ্কিতা।

অঙ্কিতার কথায়, “আমি যখন শুরু করি তখন অনেকেই বলেছিলেন, গান গেয়ে কী হবে? দু’দিন বাদে তো বিয়ে হয়ে যাবে। সব ভেবে বাবার তো হাইপ্রেশার হয়ে গেল। আসলে আমি যখন শুরু করেছিলান, তখন আমিই বোধহয় ওই অঞ্চলে প্রথম পড়াশোনাটা একটু সাইডে রেখে গান শুরু করি। আমার বাড়িতেও প্রত্যেকেই ডাক্তার, ইঞ্জিনিয়র, প্রথম আমিই গানের জগতে এসেছি। তবে মায়ের কাছেই প্রথম গানটা শিখেছি”।

অঙ্কিতা আরও বলেন, “বাবা-মা বলেছিলেন, তুই যা অডিশন দে, আর চান্স পেয়ে গেলে তো ভাগ্যের বিষয়। এরপর গান গেয়ে বিভিন্ন জায়গায় অডিশন দিতে শুরু করি। বাবা-ই আমায় অডিশন দিতে নিয়ে যেত, তখন যাতায়াতের ভাড়া বহন করাই কঠিন ছিল। মুম্বইয়ে গেলাম গানের অডিশন দিতে। একদম দোরগোড়ায় গিয়ে হয়ত আউট হয়ে যাচ্ছি। ভীষণ ভেঙে পড়েঠিলাম।”

“এরপর বাবা-মায়ের কথা ভেবে সারেগামাপা অডিশন দিতে গেলাম। সারেগামাপা আমায় অনেক কিছু দিয়েছে। তবে এখন আমার সবথেকে বেশি আনন্দ হয় এই ভেবে যে, যাঁরা বলতেন গান গেয়ে কী হবে, মেয়ের তো বিয়ে দিতে হবে, সেই ভুলটা ভাঙতে পেরেছি।”