যারা গান প্রেমী তারা নিশ্চয়ই গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য-কে চেনেন। সারেগামাপা জয়ীর পর পেয়েছেন সাফল্য আর খ্যাতি। নিজের সুরেলা কণ্ঠে সাধারণ মানুষের মন জিতেছেন বহুবার।
বর্তমান ব্যস্ত গায়িকাদের মধ্যে একজন হলেন অঙ্কিতা। তবে কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন ব্যালেন্স করে চলতে জানেন। খাতির শিখরে পৌঁছে যাওয়ার পরও সাধারণ ভাবেই জীবন যাপন করতে ভালোবাসেন অঙ্কিতা। হয়তো এর জন্যই সকলের কাছে তিনি ভীষণ প্রিয় মানুষ।
কিছুদিন আগে বাবা-মায়ের জন্য নিজের গ্রামেই স্বপ্নের রাজপ্রাসাদ তৈরি করেছেন। এবার বাবা-মা আর ভাইকে নিয়ে পৌঁছে গেলেন হরিদ্বারে। নিজের ফেসবুক পেজে অঙ্কিতা ভাগ করে নিয়েছেন হরিদ্বার ভ্রমণের কিছু মুহূর্ত। আর এই ছবিতেই দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে চুটিয়ে এই ভ্রমণটি উপভোগ করছেন।
কখনো গঙ্গা আরতি দেখে মুগ্ধ হচ্ছেন তো আবার কখনো রাস্তার মাঝে মায়ের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। ছবি শেয়ার করে অঙ্কিতা লেখেন, ‘হরিদ্বার…হর হর মহাদেব, হর হর গঙ্গা’।