স্বপ্নের বাড়ির পর ফের নতুন সুখবর দিলেন ‘সারেগামাপা’ জয়ী অঙ্কিতা ভট্টাচার্য

অঙ্কিতা ভট্টাচার্য

সারেগামাপা জেতার পর গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য ক্যারিয়ার এক লাফে শীর্ষে। নিজের সুরেলা কণ্ঠে সকলকে মাত করে রেখেছেন বছর ২২-এর এই গায়িকা।

কিছুদিন আগে পেয়েছেন ইউটিউব চ্যানেলে প্লে বাটান। শুধু পরিবারের জন্য গ্রামে স্বপ্নের বাড়ি বানিয়েছেন। এবার আরও এক সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অঙ্কিতা।

ফের আবারও বাংলা সিনেমায় প্লে ব্যাকের সুযোগ পেলেন অঙ্কিতা। বাংলা সিনেমা অন্নপূর্ণার জন্য প্লেব্যাক করেছেন অঙ্কিতা। ছবি শেয়ার করে অঙ্কিতা লেখেন, ‘আরও একটি প্লে ব্যাক। আরও একটি বড় সিনেমা অন্নপূর্ণা।’ শোনা যাচ্ছে এই সিনেমার টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অঙ্কিতা।