শত ব্যস্ততার মাঝেও মায়ের জন্মদিন পালন করলেন অঙ্কিতা ভট্টাচার্য

অঙ্কিতা ভট্টাচার্য

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো সারেগামাপার প্রতিযোগী অঙ্কিতা ভট্টাচার্য। এই রিয়েলিটি শোয়ের বিজয়ের শিরোপা মাথায় ওঠার পরই পেয়েছেন খ্যাতি, সেইসাথে মিলেছে সাফল্যও। যার গানে মুগ্ধ আট থেকে আশি সকলেই। মঞ্চে নানা ধরণের গান গেয়ে নজর কেড়েছেন মানুষের। এত কম বয়সে এমন পারফরম্যান্স সত্যি ভাবা যায় না। টলিউডের বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন অঙ্কিতা।

কলকাতা-মুম্বাইয়ের আনাগোনা নিয়ে ভীষণ ব্যস্ত গায়িকা। শত ব্যস্ততার মাঝেও মায়ের জন্মদিন পালন করতে ভুললেন না অঙ্কিতা। একেই বলে আদর্শ মেয়ে।

কর্মজীবনের পাশাপাশি অঙ্কিতা ভীষণ ফ্যামিলি পার্সন। মায়ের ভীষণ কাছের তিনি। গত ৪ ই জানুয়ারি গায়িকার মায়ের জন্মদিন ছিল। সময় বার করে মায়ের জন্য এক রেস্তোরাঁর বেলুন, কেক দিয়ে সুন্দর করে সাজিয়েছিলেন অঙ্কিতা। কেক কেটে পরিবারের সঙ্গে হৈ চৈ করে মায়ের জন্মদিন সেলিব্রেশনে মাতলেন সঙ্গীতশিল্পী।