বাংলায় থেকেও বাংলা ভাষাকে প্রাধান্য দেন না বাংলারই মানুষ। এরকম অভিযোগ বহুবার এসেছে। এমনকি বিনোদন মাধ্যমগুলিতেও আজকাল বাংলা ভাষার গুরুত্ব কমছে।
একদিকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, অন্যদিকে বাঙালিরাই বাংলা ভাষার কদর দিচ্ছে না। ভবিষ্যতে বাংলা ভাষা নিয়ে চিন্তত রয়েছেন টলিউডের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
একসময় আনন্দ বাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অনির্বাণ বাংলা ভাষা নিয়ে জানান, তিনি বাংলা ভাষার ভবিষ্যৎ বোঝার চেষ্টা করছেন। অভিনেতা মনে করেন, ‘বিষয়টা খুবই সংবেদনশীল একটা জায়গায় রয়েছে!’।
বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া নিয়ে অনির্বাণ বলেছেন, ‘ ও সবের কোনও মানে নেই! ওগুলো গণমাধ্যমের জন্য। যে ভাষাকে সম্মানিত করা হয়েছে, সেই ভাষায় নব্বই শতাংশ মানুষ কথা বলে না।’
তিনি আরও যোগ করেন, ‘আমি বাংলা ভাষার বিনোদনের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। বিশেষ করে সিনেমার কথা বলতে চাই।’
সুত্রঃ https://www . anandabazar.com/entertainment / a-candid-chat-with-bengali-actor-director-anirban-bhattacharya-before-the-release-of-his-new-web-series-talmar-romeo-juliet-dgtl