জি-বাংলার পুরনো মেগার মধ্যে একটি অন্যতম হল ‘মিঠিঝোরা’। তিন বোনের গল্প নিয়ে এই ধারাবাহিক শুরু হয়েছিল। একসময় এই ধারাবাহিকে ব্যাপক জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সাথে সাথে তা বিলীন হয়েছে।
বলাই বাহুল্য, রাই আর অনির্বাণের মিল আর বিচ্ছেদ দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছে দর্শকেরা। ধারাবাহিকের নতুন প্রোমো এবার মাথা ঘুরে গেল দর্শকের।
টিউমার অপারেশনের ১ বছর হতেই মা হতে চলেছেন রাই। কিন্তু নীলু তাদের বাচ্চা আসতে দেবে না। তাই হাতিয়ার হিসাবে এবার অনির্বাণকে হাত করবে নীলু।
প্রোমোতে দেখা যাচ্ছে নীলু পাখা মুছতে মুছতে অনির্বাণের কোলে পড়ে যায়। একের অপরের দিকে তাকিয়ে থাকে তারা। ঠিক তখনি সেই ঘরে প্রবেশ করে রাই। তাদের এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় রাই। এবার তাহলে রাইকে ছেড়ে নীলু আর অনির্বাণের মধ্যে সম্পর্ক শুরু হবে? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।