‘সিটিজেন্স রেসপন্স’-এ যোগ দিলেন অনির্বাণ, দান করলেন অক্সিজেন কনসেনট্রেটর

অনির্বাণ

করোনা মোকাবিলায় ‘সিটিজেন্স রেসপন্স’-এ যোগ দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই খবরটি জানানো হয় ‘সিটিজেন্স রেসপন্স’-এর পক্ষ থেকে ভিডিও বার্তার মাধ্যমে। জানা যাচ্ছে এই সংগঠন ব্রহ্মপুরে আরও একটি অন্তর্বর্তীকালীন ত্রাণ শিবির খোলার উদ্যোগ নিয়েছে। আর সেখানেই কোভিড শিবিরের জন্য অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছেন অভিনেতা।

ব্রক্ষপুরে থাকেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তাই এলাকার কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে তার এই উদ্যোগ। সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, অভিনেতা যোগ দেওয়ায় খুশি সকলে। এই নতুন অস্থায়ী কোভিড শিবিরে বেডের সংখ্যা ৮। করোনা আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তির আগে নির্দিষ্ট সময়ের জন্য এই সেফ হোমে চিকিৎসা পাবেন।

পাশাপাশি ব্রহ্মপুরে এই সংগঠন একটি নতুন উদ্যোগ চালু করেছে “মোবাইল অক্সিজেন”। অর্থাৎ রোগীর পরিবার অথবা রোগী মোবাইলে এই সংগঠনের সঙ্গে যোগাযোগ করলেই আক্রান্তের বাড়ি পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। আপাতত হাওড়ার বাসিন্দারা এই পরিষেবার সুযোগ পাবেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here