‘প্রথমে বুঝতে পারিনি বাবার স্ট্রোক হয়েছে…’, বাবাকে নিয়ে ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পর্দার অনির্বাণ ওরফে সুমন দে

সুমন দে

উত্তরবঙ্গের শিলিগুড়ির ছেলে অভিনেতা সুমন দে। এর আগে ‘রানী রাসমণি’, ‘নকশি কাঁথা’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করলেও ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের দৌলতে দর্শকের মন জিতেছেন সুমন। বর্তমানে পর্দায় রাই-অনির্বাণের জুটি অন্যতম।

সম্প্রতি একজ সাক্ষাৎকারে নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সুমন। আচমকাই অভিনেতার জীবনে ঘটে বিরাট দুর্ঘটনা। সুমনের কথায়, তারকেশ্বরে মায়ের মন্দিরে একবার স্বপরিবারে পুজো দিতে যাচ্ছিলেন অভিনেতা। যাওয়ার পথেই শিয়ালদহ স্টেশনে অভিনেতার বাবার স্টোক হয়।

স্টোক এর লক্ষণ কিংবা সেই মুহূর্তে কি করতে হবে তা জানা না থাকায় সেই বিষয়ে খুব একটা গুরুত্ব দেননি সুমন। কিন্তু মন্দির পৌঁছানোর পর তার বাবার আবারও শরীর খারাপ হয়। কিন্তু সেই সময় গুরুতর কিছু হয়নি অভিনেতার বাবার। সেইসময় ভগবানের কাছে বাবার জন্য প্রার্থনা করেছিলেন এমনটাও জানান সুমন।

একসময় মুম্বাইয়ের জিম ট্রেইনার হিসাবে চাকরি করতেন। ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার সেই লক্ষ্যেই মুম্বাই পাড়ি। মায়ের কথায় কলকাতায় অডিশন দিতে আসেন। অবশেষে নিজের সমস্ত স্বপ্ন পূরণ করেছেন অভিনেতা।