খুব শীঘ্রই পর্দায় আসছে জি-বাংলার সোনার অ্যাওয়ার্ড। চলছে জোর কদমে প্রস্তুতি পর্ব। দর্শকের ভোটের বিচারে তুলে দেওয়া হয় যোগ্য শিল্পীদের হাতে পুরস্কার। সিরিয়ালের জনপ্রিয়তা এবং দর্শকের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে সদস্যের নমিনেশন বাছাই করা হয়।
কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড। খুব শীঘ্রই পর্দায় আসবে সেই টেলিকাস্ট। এবার পালা জি-বাংলার। জি-বাংলার কলাকুশলীদের মধ্যে কে পাবে সেরা নায়ক-নায়িকার পুরস্কার, কে হবে প্রিয় মেয়ে-ছেলে অথবা কে হবে সেরা পরিবার, জানার জন্য প্রতি বছর কৌতূহলে থাকেন সিরিয়ালের দর্শকেরা।
তেমনি একটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হল ‘সেরা বাবা’। চলতি বছরে কে ছিনিয়ে নেবে সেরা বাবার পুরস্কার। সেদিকে চোখ রয়েছে নেটিজেনদের। অধিকাংশ দর্শকের দাবি, এবছর সেরা বাবার অ্যাওয়ার্ডটা যেন পান ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের মেঘের বাবা অনিন্দ্য বাবু। এই চরিত্র সৃষ্টিকারী অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় যেভাবে নিজের নিপুণ অভিনয় দিয়ে প্রত্যেকটি দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলেছেন, সেক্ষেত্রে বাবা হিসাবে তিনিই আদর্শ। অনেকের মতেই কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়ের পর্দায় কথাবার্তার ধরন একদম বাস্তব। তাই চলতি বছর যেন জি-বাংলা তার হাতেই যেন ‘সেরা বাবা’র পুরস্কার তুলে দেন, এমনটাই মত সিরিয়াল প্রেমীদের।