
অনিন্দ্য চট্টোপাধ্যায় ও নিশান্তিকা দাস দুজনেই ছোটপর্দার বেশ পরিচিত মুখ। এই মুহূর্তে ‘পরিণীতা’ ধারাবাহিকে খলনায়কের চরিত্রে দেখা যাচ্ছে অনিন্দ্য কে। অন্যদিকে নিশান্তিকা কে শেষবারের মত দেখা যায় প্রতীক সেন আর সোনামণি সাহা অভিনীত ‘মোহর’ ধারাবাহিকে। এরপর বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন নিশান্তিকা।
এবার পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন অনিন্দ্য-নিশান্তিকা। তবে কোন ধারাবাহিকে দেখা যাবে এই জুটিকে? স্টার জলসার পর্দায় ফিরছেন এই জুটি। কিছুদিন আগেই স্টার জলসার তরফে প্রকাশ্যে আসে আসন্ন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’র প্রোমো। এই ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকে অনিন্দ্যর বিপরীতে দেখা যাবে নিশান্তিকা দাসকে।
এরআগে স্টার জলসা চ্যানেলেই ‘গাঁটছড়া’ ধারাবাহিকে শ্রীমা ভট্টাচার্যর সঙ্গে জুটি বেঁধেছিলেন অনিন্দ্য। জি-বাংলার পাশাপাশি আরও একবার জলসার পর্দায় কাজ করবেন অনিন্দ্য।
ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায়, অভিষেক বীর শর্মা আর দিয়া বসু কে। মায়ের চরিত্রে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। ধারাবাহিকের প্রযোজনায় স্বর্ণেন্দু সমাদ্দারের ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’।