অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, বাংলা টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ। বেশিরভাগ ধারাবাহিকে তাকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে রাহুল চরিত্রে অভিনয় করে ভালো সাড়া ফেলেছিলেন। তার আর অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের জুটি এখনো জনপ্রিয় দর্শকমহলে।
গাঁটছড়া’য় বিরাট সাফল্য পাওয়ার পর জি-বাংলার হাত ধরে পর্দায় ফেরেন। ‘কাজল নদীর জলে’ ধারাবাহিকের হাত ধরে ফিরে এসেছিলেন পর্দায়। এই ধারাবাহিকে অভিনেত্রী অরুণিমা হালদারের স্বামীর চরিত্রে তাকে দেখা গিয়েছিল। দুর্ভাগ্যবশত, এই ধারাবাহিকটি দুপুরের স্লটে সম্প্রচার হওয়ার জন্য টিআরপি তুলতে ব্যর্থ হয় যার দরুন মাত্র মাত্র ২ মাসেই পর্দা থেকে বিদায় নেয় এই ধারাবাহিক।
তবে এবার একেবারে অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাকে। পুলিশ অফিসার হয়ে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে এন্ট্রি নিলেন অভিনেতা। খুব সম্ভবত পর্ণার মেয়ে পুঁটির নায়ক হিসাবে দেখা যাবে তাকে।
কিছুদিন আগে শোনা যাচ্ছিল অভিনেতা অয়ন ঘোষকে দেখা যাবে সোমু সরকারের বিপরীতে। কিন্তু আচমকাই সকলকে চমকে দিয়ে পুঁটির নায়ক হিসাবে গল্পে এন্ট্রি নিলেন অনিন্দ্য। তাদের জুটি ইতিমধ্যে দরশকেরে মন ছুঁয়ে গেছে।