জন্মের এক সপ্তাহের মধ্যেই মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অনিন্দিতা

অনিন্দিতা রায়চৌধুরী

জন্মের এক সপ্তাহের মাথাতেই প্রথম মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন ‘তেঁতুলপাতা’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অনিন্দিতা। গত সোমবার ৩ রা মার্চ, নতুন সদস্যের আগমন ঘটে অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকারের পরিবারে।

এদিন নারীদিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বাবা- মেয়ের ছবি সামনে আনলেন অনিন্দিতা। যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট একরত্তিকে কোলে নিয়ে আছেন বাবা সুদীপ। যদিও মেয়ের মুখ দেখা যায়নি। তাই একরত্তিকে কার মতো দেখতে হল তা বোঝার উপায় আপাতত নেই।

ছবি পোস্ট করে অনিন্দিতা লেখেন, ‘পারস্পরিক সম্মান, ভালোবাসা, একে অপরের পরিপূরক হয়ে যাওয়া, নারীদিবস, মানুষের মতো মানুষ হয়ে বাঁচা।’

পোস্ট শেয়ার হতেই অনুরাগীরা শুভেচ্ছা- ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কমেন্টে একজন অনুরাগী লেখেন, ‘ছোট্ট রাণী ঠিক তোমাদের মতোই মিষ্টি আর খুব ভালো মানুষ হবে। ঠিক রাণীর মতোই প্রত্যয়ী আর জয়ী হবে জীবনে।’ অন্যএকজন লেখেন, ‘পরিবারের নতুন সদস্যকে অনেক ভালবাসা।’