বাংলা সিরিয়ালে অভিনয় করে অনেকেই সুযোগ পেয়েছে বলিউড। এরকম অসংখ্য নাম রয়েছে, যেমন দেবচন্দ্রিমা সিংহ রায়, আদ্রিজা রায়, ক্রুশল আহুজা, মানসী সেনগুপ্ত, সুদীপ্তা ব্যানার্জী-র মতো আরও অনেকে।
এবার এই তালিকায় নাম জুড়তে চলেছে আরও একজন বাংলা সিরিয়াল অভিনেত্রীর। তিনি হলেন অনিন্দিতা রায়চৌধুরী। হ্যাঁ, ঠিকই শুনেছেন অনিন্দিতা রায়চৌধুরী এবার বলিউডে পা রেখেছে।
ধুলোকণা, এক্কাদোক্কা, তেঁতুলপাতা সহ একাধিক বাংলা ধারাবাহিকে তিনি পার্শ্বচরিত্রে কাজ করেছেন। কন্যা সন্তান জন্ম দেওয়ার পর এলো খুশির খবর। জানা যাচ্ছে, হিন্দি ওয়েব সিরিজের সুযোগ এসেছে অনিন্দিতার কাছে।
শোনা যাচ্ছে, এই সিরিজের শুটিং দুই বছর আগেই সেরে রেখেছেন অভিনেত্রী। তবে কাজের শর্তের খাতিরে নিজের কাজ নিয়ে প্রকাশ্যে আনেননি। ভরপুর অ্যাকশন রহস্য সিরিজ হতে চলেছে। পরিচালনায় রোহন ঘোষ। সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা বিশাল জেঠওয়া। রয়েছেন কিছু টলিউডের জনপ্রিয় অভিনেতারা।