বাংলা টেলিভিশনের জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কোন গোপনে মন ভেসেছে’। ধারাবাহিক টি শুরু থেকে জনপ্রিয়তার শীর্ষ তালিকায় নাম লিখিয়ে নিয়েছে। শ্যামলী আর অনিকেতের জুটি দর্শকের ভীষণ প্রিয় জুটির মধ্যে একটি।
যারা এই ধারাবাহিকটি দেখেন তারা জানেন, গল্পে দেখানো হয় ভিলেন অহনাকে জেলে পাঠিয়েছে শ্যামলী। তাকে আর গল্পে দেখা যাবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। কারণ এই চরিত্রে যিনি অভিনয় করছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত তিনি হাই রিস্ক প্রেগন্যান্সির জন্য ধারাবাহিক ছেড়ে দিয়েছেন।
তবে এবার খুব সম্ভবত ধারাবাহিকের ভিলেন চরিত্রে দেখা যেতে পারে অনন্যাকে। যার অফিসে কাজ করে শ্যামলী আর অনিকেত। সদ্য ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে।
‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতে অনিকেত আর অনন্যা। অনিকেতের বিয়ের খবরে মন্দারকে নিয়ে ছুটে আসে শ্যামলী। অনিকেতকে বিয়ের মন্ডপে দেখে অবাক হয়ে যায় সে। সত্যি কি তাহকে অনিকেত আর অনন্যার বিয়ে হয়ে যাবে?
View this post on Instagram