গর্ভাবস্থায় ৪ মাসের সন্তানকে হারান! ‘অন্দরমহল সিরিয়াল আমার জীবনের গল্প…’, বললেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়

অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়

জি-বাংলার রান্নাঘরে প্রতিদিন দেখা যাচ্ছে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। একসময় একের পর এক বাংলা সিরিয়ালে দারুণ জনপ্রিয়তা লাভ করেছেন। তার অভিনীত ‘অন্দরমহল’ দর্শকের মনে ছাপ রেখে গেছে। তবে জানেন কি অন্দরমহলে অভিনয় করার নেপথ্যে ছিল অভিনেত্রীর জীবনে কঠিন সময়।

অন্দরমহল সিরিয়ালটি নাকি তার জীবনের গল্প। সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্ট শোতে এসে এমনটাই জানিয়েছেন কনীনিকা। অভিনেত্রী এই পডকাস্টে এসে বলেন, আমার যখন গর্ভাবস্থার ৪ মাস তখন আমি আমার সন্তানকে হারিয়ে ফেলি। দারুণ শক পেয়েছিলাম। আমি ঘেঁটে গেছিলাম যেটাকে বলে। আমার সব কিছুই দিকশূন্য মনে হচ্ছে। আমার কিছুই ভালো লাগছিল না। ফিরতেও ইচ্ছে করছে না শ্বশুর বাড়িতে। আমার সেই সময় হাম হয়েছিল, তাই সন্তানকে অ্যাবর্ট করতে হল। আমি তখন খালি ঈশ্বরকে ডেকে যাচ্ছিলাম, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছিলাম যেন আমি কাজ পাই। কারণ আমি আর ঘরে বসে থাকতে পারছিলাম না। আমার কোথাও একটা যেতে হতো।’

অভিনেত্রী আরও জানান, ‘সেই সময় আমার জীবনে আসে সেই সিরিয়াল, অন্দরমহল। আর সেটাই আমার জীবন ছিল। অন্দরমহল যে সিরিয়ালটা হতো দেখতে গেলে সেটা আমার জীবনের গল্প। আমি যখন হ্যাঁ বলেছিলাম ওরা একটা অন্য গল্প বলেছিল। কিন্তু যখন সেটে যাই তখন ওই গল্পটা আমার ছিল। ওই চরিত্রটাই আমি ছিলাম। ওই চরিত্রটাকে তুলে আনা হয়েছে বাংলা ধারাবাহিকের ফরম্যাটে। ওখানে আমার এক সৎ মেয়েকে দেখানো হয়েছে যে আমায় পছন্দ করত না, লড়াই করা, তারপর সে মেয়েটার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, ভালোবাসা তৈরি হওয়া দেখানো হয়। ওটা চলছিল।’