বাংলা ধারাবাহিক মানেই সাংসারিক কুটকাচালি, পরকীয়া- যা দেখে তিতবিরক্ত হয়ে উঠছে দর্শক। তারা চাইছেন একটু অন্য ধরনের ধারাবাহিক দেখতে। যেমন জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ প্রতি নিয়ত সাসপেন্সে ভরা। আবার স্টার জলসার নতুন শুরু হওয়া নাগ-নাগিনী’র ধারাবাহিক ‘পঞ্চমী’। এই ধরনের অলৌকিক ধারাবাহিক দর্শক দেখতে বেশি পছন্দ করছেন।
তাই তাদের কথা মাথায় রেখেই স্টার জলসার নতুন পদক্ষেপ। স্টার জলসায় আনা হচ্ছে এক আধ্যাত্মিক নতুন ধারাবাহিক। ধারবাহিকের নাম সম্ভবত হতে পারে ‘রামপ্রসাদ’। তবে পরবর্তীকালে নাম পরিবর্তন হতে পারে। সুরিন্দর ফিল্মসের হাত ধরেই এই ধারাবাহিক আনা হচ্ছে।
এর আগে সুরিন্দর ফিল্মসের ‘মহাপিঠ তারাপীঠ’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় আক্ষেপ জানিয়েছিল দর্শকেরা। তবে সবচেয়ে বড় ব্যাপার এই নতুন আধ্যাত্মিক ধারাবাহিকের জন্য নাকি চ্যানেলের তরফ থেকে অফার গেছে ছোটপর্দার ‘সাধক বামাখ্যাপা’ ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরীর কাছে। আপনারা জানেন ঐন্দ্রিলা শর্মার মৃত্যু পর নিজেকে অভিনয় জগত থেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেতা। এই কাজের প্রস্তাব তিনি গ্রহণ করবেন কিনা সেটাই দেখার।