ফের নতুন প্রোজেক্টে কাজ সারলেন মিঠাই খ্যাত অনন্যা গুহ

অনন্যা গুহ

জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় পর্দায় এবার হাজির একেনের নতুন সিরিজ। একেনবাবুর নতুন সিরিজের নাম ‘পুরো পুরী একেন’। একেনবাবুর এই নয়া অভিযান মুক্তি পেয়েছে ২৩ জানুয়ারি। ‘হইচই’-এর হাত ধরে, দার্জিলিং- রাজস্থানের পর একেনবাবুর অভিযান এবার বাঙ্গালীর অন্যতম ডেস্টিনেশন পুরীতে।

টানটান রহস্য সাথে নানা চমকের সাথে তৈরি এই সিরিজে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ছোটপর্দার পিংকিজি ওরফে অভিনেত্রী অনন্যা গুহ। এর আগেও একাধিক সিরিজে কাজ করেছেন অনন্যা। এবার আর একবার ‘একেনবাবু’র অভিযানে সঙ্গ দিতে চলেছেন অনন্যা।

‘একেনবাবু’র ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। ‘বাপি’ ও ‘প্রমথ’র চরিত্রে থাকছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। পারমিতার চরিত্রে রয়েছেন রাজনন্দিনী এবং অভীক চরিত্রে ধরা দেবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। খোকা মামা’র ভূমিকায় দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। ইতিমধ্যেই পর্দায় সাড়া ফেলেছে ‘পুরো পুরী একেন’।