মাত্র ২১ বছর বয়সে বাগদান সারলেন ছোটপর্দার মুন্নি ওরফে অনন্যা গুহ

অনন্যা গুহ

অভিনেত্রী অনন্যা গুহ ছোটপর্দার অতি পরিচিত মুখ। যিনি ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে মুন্নি হিসাবেই দর্শকের কাছে বেশি পরিচিতি লাভ করেছিলেন। এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জিতেছেন।

মিঠাই ধারাবাহিকে পিঙ্কিজি চরিত্রেও দারুণ খ্যাতি পেয়েছিলেন অনন্যা। বর্তমানে মিত্তির বাড়ি ধারাবাহিকে অভিনয় করছেন অনন্যা। সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by AARUSH (@worldofaarush)

নিজের ব্লগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে পরিচিতি পেয়েছেন। তবে এবার মাত্র ২১ বছর বয়সে বাগদান সারলেন।

 

View this post on Instagram

 

A post shared by Sukanta Kundu (@letsbeconfused)

সকলেই হয়তো জানেন জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুণ্ডুর সাথে দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন। তাদের প্রেমের বয়স ২.৫ বছর। সুকান্তের ব্লগে মুন্নিকে সবসময় দেখতে পাওয়া যায়।

 

View this post on Instagram

 

A post shared by Sayak Chakraborty (@withlovesayak)