অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র জগতের একজন দক্ষ অভিনেত্রী। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় দাপিয়ে কাজ করেছেন একসময়। ‘সুবর্ণলতা’, ‘জয় কালী কলকাতা ওয়ালী’ মতো ধারাবাহিক ছিল তার থলেতে।
তবে এবার কি অভিনয় ছেড়ে অন্য পেশায় পা রাখছেন অনন্যা? অনেকেই হয়তো জানেন, বাংলার জনপ্রিয় কমেডিয়ান মীর রেডিয়ো ছেড়ে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। তার চ্যানেলের নাম ‘গপ্প মীরের ঠেক’। প্রতি শনিবার গল্প বলেন শোনায় মীর। শুধু মীর নয়, তার চ্যানেলে বিভিন্ন তারকারা গল্প বলে শোনান।
এবার মীরের ইউটিউব চ্যানেলে সেরকমই এক এপিসোডে গল্প বলতে আসছেন অনন্যা। শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। আর সেখানেই গল্প বলবেন অভিনেত্রী। আসল নতুন কোনও পেশা নন বরং মীরের চ্যানেলেই গল্প বলবেন অভিনেত্রী। বর্তমানে ইউটিউব আলাদা একটা প্ল্যাটফর্ম গড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।