রবীন্দ্রসঙ্গীতের তালে অসাধারণ নাচে মঞ্চ মাতালেন ছোটপর্দার সুবর্ণলতা ওরফে অনন্যা চট্টোপাধ্যায়

অনন্যা চট্টোপাধ্যায়

ড্যান্স বাংলা ড্যান্সের আগামী পর্বে আসছে বড়সড় চমক। বাংলার দুই প্রথম সারির অভিনেত্রী উপস্থিত থাকবেন এদিন। অনন্যা চট্টোপাধ্যায় সহ আর কাকে দেখা যাবে? ঋতুপর্ণা সেনগুপ্তকে।

এদিন জি বাংলার তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনন্যা চট্টোপাধ্যায় ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে নাচছেন। রবীন্দ্র সঙ্গীত গহন কুসুম গানটিতে তিনি নাচ করছেন।

এরপরই দেখা যায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে নাচ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁরা চোখ তুলে দেখো না কে এসেছে হিট গানটিতে নাচ করেন।

প্রসঙ্গত এদিন বিচারকের আসনে দেখা গেল না শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরাকে। তাঁদের জায়গায় যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনন্যা এবং ঋতুপর্ণাকে দেখা যাবে।

এবারের অন্যতম প্রতিযোগী অহনাকে এদিন রঙ্গবতী গানটিতে নেচে ঝড় তুলতে দেখা যাবে মঞ্চে। তাঁর নাচ দেখে স্ট্যান্ডিং ওভেশনও দেবেন বিচারকরা।