বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অনন্যা গুহ। অন্যদিকে প্রেমিক সুকান্ত কুণ্ডু কর্পোরেটে চাকরি করার পাশাপাশি চর্চিত ইউটিউবারও। গত তিন বছর চুটিয়ে প্রেম করার পর সেই সম্পর্কের পরিণতির দিকে আরও এক ধাপ এগোলেন এই জুটি। ২৪ ফেব্রুয়ারি, সোমবারই তাদের বাগদান অনুষ্ঠান।
তার ঠিক আগেই নজরে আসে অনন্যার ফেসবুক ভ্লগে পোস্ট করা একটি ছোট্ট ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর টেবিলে একাধিক থালায় সাজানো বিভিন্ন বাঙালি খাবার। আর মাঝে বসে সবুজ রঙের শাড়ি ও স্লিভলেজ ব্লাউজে অনন্যা ও সবুজ রঙের পাঞ্জাবিতে সুকান্ত।
মাথায় টোপর আর গলায় মালা দিয়ে এদিন জমিয়ে আইবুড়ো ভাত খেলেন অনন্যা-সুকান্ত। তাদেরকে উলুধ্বনি দিয়ে বরণ করতেও দেখা যায় পরিবারের লোকজনকে। গোলপার্কের কাছে এক নামী রেস্তোরাঁয়, ভাত-পোলাও, ফিসফ্রাই থেকে শুরু করে চিংড়ি, পাবদা, মটন, ইলিশ এলাহি খাবারের মেনুতে জমে গিয়েছিল এদিনের আইবুড়ো ভাত পর্ব।
ভিডিওতে সুকান্তকে মজা করে বলতে শোনা গেল,‘সেজে এসেছিলাম নরম্যাল মানুষ, এসে হয়ে গেলাম বর-বউ। ট্রায়াল হচ্ছে মনে হচ্ছে আমাদের, যে কেমন লাগতে পারে!’