এই মুহূর্তে জি-বাংলার পছন্দের ধারাবাহিকের তালিকায় রয়েছে ‘আনন্দী’। এই মুহূর্তে ধারাবাহিকের পড়বে দেখা যাচ্ছে বাবার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই লাহিড়ী বাড়িতে এসেছে সুপায়ন। কয়েক বছর আগে সুপায়নের বাবা এবং আদির বাবা দুজনেই ডাক্তার হিসেবে তাদের ক্যারিয়ার শুরু করেছিল। অনিরুদ্ধর ভুলের জন্য পেশেন্ট মারা যায়। আর তখনই ঞ্জেকে বাচাতে সুপায়নের বাবাকে ফাঁসিয়ে দেয় অনিরুদ্ধ।
অন্যদিকে মেডিনেসে খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলে, নতুন ভেন্ডারের কাছ থেকে খাবার নেওয়ার সিদ্ধান্ত নেয় অনিরুদ্ধ।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, বিজয়াকে রাজি করিয়ে আনা হয় মেডিনেসে। কিন্তু আরও বাকি ভেন্ডারের খাওয়ার টেস্ট করার পরও বিজয়াদের সুযোগ দিতে চায় না অনিরুদ্ধ নন্দিনী। অন্যদিকে আদির কথায় আনন্দীদের খাওয়ার টেস্ট করে দেখে সবাই।
শেষমেশ নন্দিনী অনিরুদ্ধর অনিচ্ছা সত্ত্বেও খাবারের দায়িত্ব পায় তারা। আর খুশিতে জয় সেলিব্রেট করছে আদি আনন্দীরা। আর ঠিক তখনই হাজির হয় নন্দিনী, অনিরুদ্ধ এবং তিতির। সকলেই অবাক হয় তিতিরকে দেখে। এরপর নন্দিনী বলে আজ থেকে তিতির লাহিড়ী বাড়িতেই থাকবে। একথা শুনে আনন্দীর মনে হাজারো প্রশ্ন জাগলেও আদি তিতির কে দেখে কি বলবে কিছুই বুঝতে পারে না। বাকিটা আসন্ন পর্বেই দেখতে পাবে দর্শক।