জি-বাংলার অফিশিয়াল পেজে প্রকাশ করা হল নতুন ধারাবাহিক ‘কুসুম’ এর সময়। যা দেখে রীতিমত ক্ষোভ ফুঁসছেন সিরিয়ালপ্রেমীরা। কারণ নতুন ধারাবাহিকের জন্য জায়গা ছেড়ে দিতে হবে পুরনোকে। ‘কুসুম’ এর জন্য কোন জনপ্রিয় মেগা ধারাবাহিকে কোপ পড়ল?
৪ ই জুন থেকে বিকেল ৫.৩০ টার স্লটে সম্প্রচার হবে নতুন মেগা কুসুম। বর্তমানে এই স্লটে সম্প্রচার হচ্ছে ‘আনন্দী’ ধারাবাহিক। কেউ কল্পনা করতে পারেনি ‘আনন্দী’কে জায়গা ছেড়ে দিতে হবে।
তাহলে কি শেষ হয়ে যাবে আনন্দীর পথচলা। যদিও সেই নিয়ে চ্যানেল এখনো কিছু জানায় নি। তবে দর্শকরা চ্যানেলকে অনুরোধ জানাচ্ছেন যাতে এই মেগা শেষ না করা হয়। অনেকে আবার ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগের ছোঁয়া’র মতো একটি ধারাবাহিকের গল্প টেনে বড় করা হচ্ছে কিন্তু আনন্দীকে সরিয়ে দিচ্ছে চ্যানেল। এবার দেখার বিষয় আনন্দীর পথচলা ইতি নাকি সময় পরিবর্তন।