অভিনয় জগতটা শুরু হয়েছিল জি বাংলা আয়োজিত ‘রাজযোটক’ ধারাবাহিকের হাত ধরে। একটা বছর ষোলোর মেয়ের অভিনীত চরিত্র দর্শকের মন জিতেছিল। দুটি ভিন্ন চরিত্র ‘বনি’ ও ‘মৌ’ সেদিন জয় করেছিল সিরিয়ালপ্রেমীদের মন।
ধারাবাহিকের পর ২০১৭ সালে ‘হোলি ফাঁক সিজেন ২’-এর হাত ধরে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করেন অনামিকা চক্রবর্তী । ‘লাভ লেটার’, একটা ভালোবাসার গল্প’, ‘আসছে আবার শবর ‘ এবং ‘তোর অপেক্ষায়’ মতো সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন।
ভাগ্যের শিকে ছেঁড়ে ‘এখানে আকাশ নীল সিজেন ২’-এ হিয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ধারাবাহিকে উজান-হিয়ার জুটি তাদের ভক্তদের কাছে চর্চিত ছিল। ধারাবাহিকের ইতিহাসের পাতায় মাইলস্টোন রচনা করেন এই মেয়েটা। মিষ্টি মেয়ে হিয়া চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা একধাক্কায় ওপরে উঠে যায়।
দর্শকের প্রিয় মিষ্টি হিয়া আজ ‘ইস্কাবন’-এর বিবি। ছোট পর্দার মিষ্টি মেয়ের ইমেজ ভেঙ্গে বড় পর্দার চ্যালেঞ্জিং চরিত্রে অনামিকা। হিয়া থেকে আজ সে গোলাপি। ক্যারিয়ার যাত্রাটা খুব সহজ ছিল না। বড় পর্দায় পা রেখেই মাওবাদী প্রেক্ষাপটের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করা মুখের কথা নয়। অনামিকা চক্রবর্তীর মতো অভিনেত্রীদের দ্বারাই সম্ভব।