ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে সোজা অভিনয় জগতে সুযোগ। ‘গৌরী এলো’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।। আশাকরি, বুঝতে পেরেছেন এখানে কার কথা বলা হয়েছে? হ্যাঁ, ঠিকিই ধরেছেন অভিনেত্রী মোহনা মাইতি।
গৌরী এলো ধারাবাহিকে গৌরী চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করে। এরপর ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেছিলেন একজন সিঙ্গেল মাদারের ভূমিকায়। যদিও সেই ধারাবাহিক খুব বেশিদিন পর্দায় স্থায়ী হয়নি।
এবার জানা যাচ্ছে নতুন কাজ নিয়ে ফের পর্দায় ফিরছেন মোহনা। জি বাংলার পর্দাতেই আসছে এক নতুন ধারাবাহিক। আর এই ধারাবাহিকে নায়িকা হিসাবে দেখা মিলবে মোহনার। টেলিপাড়ার জোর গুঞ্জন, খুব শীঘ্রই প্রোমো আসতে চলেছে পর্দায়।