স্বপ্ন ছুঁতে কোনও বয়স লাগে না। কথাটি আরও একবার প্রমাণ করে দিলেন ৮৯ বছর এক বৃদ্ধা লতিকা দেবী। এই বয়সে এসেও শুরু করলেন নিজের অনলাইন ব্যাগের ব্যবসা। নিজের হাতের তৈরি ব্যাগের ব্যবসা শুরু করে নজির গড়লেন এই বৃদ্ধা।
আসামে জন্মগ্রহণ করেছিলেন লতিকা দেবী। ছোট থেকেই পড়াশুনোয় মেধাবী ছিলেন। কিন্তু বিয়ের পর স্বামীর পোস্টিংয়ের জন্য বিভিন্ন জায়গায় তাকে ঘুরে বেরাতে হত। পড়াশুনোর পাশাপাশি তার শখ ছিল সেলাই করার। নিজের হাতে সেলাই করে নকশা তুলতে ভালোবাসতেন। স্বামীর সঙ্গে যখন বাইরে থাকতেন তখন বিভিন্ন জায়গা থেকে কাপড় কিনতেন। এভাবেই অনেক কাপড় জমে গিয়েছিল তার কাছে।
একসময় সেই জমানো কাপড়গুলিতে রং-বেরঙের নকশা তুলতে শুরু করেন। নিজের তিন ছেলে মেয়ের জামা-কাপড় নিজের হাতেই বানাতেন। নিজের সৃষ্টিকে তুলে ধরতে দিন রাত সেলাই করেছেন লতিকা দেবী। এইভাবেই সেলাইয়ে পাকাপোক্ত হয়ে যান তিনি। সময় পেলে কাপড় দিয়ে পুতুলও তৈরি করতেন। একদিন পুতুল তৈরি করার পাশাপাশি নিজের হাতে তৈরি করে ফেলেন ব্যাগ। তাও আবার যেমন তেমন ব্যাগ নয়, পোটলি ব্যাগ।
পুরনো কুর্তি, পুরনো কাপড় দিয়ে পোটলি ব্যাগ তৈরি করতে থাকেন এই বৃদ্ধা। সেই ব্যাগ তার নাতির বন্ধুমহলে বেশ সুনাম পায়। আর তারপর ঠাকুমার এই প্রতিভাকেই এগিয়ে নিয়ে যেতে চায় নাতি জয় চক্রবর্তী। ভাবনা চিন্তা করে সে নিজেই একটা শপিং ওয়েবসাইট বানিয়ে ফেলে। এইভাবেই শুরু হয় লতিকা চক্রবর্তীর নতুন ব্যবসা। প্রায় ৩০০-র বেশি ব্যাগ নিজের হাতে বানিয়ে ফেলেছেন। বর্তমানে তার কাছে ব্যাগের অর্ডার আসে বিদেশ থেকে। ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা দামের ব্যাগ রয়েছে লতিকা দেবী অনলাইন সাইটে। ৮৯ বছর বয়সে এসে নিজের স্বপ্ন পূরণ করেছেন এই বৃদ্ধা। তাকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা।