চলন্ত ট্রেনের তলায় পড়ে গেলেন এক বৃদ্ধ, প্রাণ বাঁচালেন দুই চালক

এক বৃদ্ধ

মুম্বাইয়ের কল্যাণ স্টেশনে চলন্ত ট্রেনের তলায় পড়ে গেলেন এক বৃদ্ধ। দেবদূতের মতো ছুটি এসে প্রাণ বাঁচালেন ট্রেনের দুই চালক। তাদের মানবিকতায় আজ মুগ্ধ নেট জনতা।

রবিবার দুপুর ১২:৫৩ টা নাগাদ, মুম্বাইয়ের কল্যান স্টেশনে উপর দিয়ে যাচ্ছিল বারাণসী স্পেশাল আর ঠিক সেই সময় রেললাইনে  পার করছিলেন এক বৃদ্ধ। চিফ পার্মানেন্ট ইন্সপেক্টর চিৎকার করেন। ব্যাপারটি নজরে আসে চালক এবং সহকারি চালকের। সঙ্গে সঙ্গে তারা এমার্জেন্সি ব্রেক চাপেন। বৃদ্ধ রেললাইনে পড়ে যান এবং শরীরের অপর দিয়ে ইঞ্জিনের কাউ ক্যাচার বেরিয়ে যায়।

ট্রেনের চালক এবং তার সহকারি চালক বুদ্ধি খাটিয়ে বৃদ্ধের প্রাণ বাঁচায়। আহত হলেও বড় বিপদ থেকে বেঁচে গেছেন এই বৃদ্ধ। এই দুই চালকের সাহসিকতা এবং বুদ্ধি পরিচয় দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে তরফ থেকে। সাহসিকতা এবং মানবিকতার জন্য প্রশংসিত হয় এই দুই চালক।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here