খারাপ খবর! আচমকাই ‘ফুলকি’ ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন প্রধান অভিনেতা

ফুলকি

সবে মাত্র বাংলার টপার স্থান হারিয়েছে জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ফুলকি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী দিব্যানী মন্ডল। ধারাবাহিকটি শুরু থেকেই জনপ্রিয়তা ধরে রেখেছে।

ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রে জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। তবে আচমকাই এই ধারাবাহিক ঘিরে একটি খবর শোনা যাচ্ছে। ধারাবাহিকের একটি প্রধান চরিত্র সৃষ্টিকারী অভিনেতা চলে যাচ্ছেন অন্য একটি ধারাবাহিকে। কে তিনি?

তিনি হলেন অংশুমান ওরফে অভিনেতা ফাহিম মির্জা। যিনি গল্পে পারমিতার স্বামীর চরিত্রে অভিনয় করছেন। ফুলকিকে সমস্ত কাজে সাহায্য করেন পুলিশ অফিসার অংশুমান।

শোনা যাচ্ছে, আকাশ আটের জনপ্রিয় মেগা ‘চ্যাটার্জি বাড়ির মেয়েরা’ খুব শীঘ্রই এন্ট্রি নেবেন ফাহিম। সেই প্রোমো ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। শোনা যাচ্ছে মুখ্য চরিত্রেই এন্ট্রি নেবেন তিনি। তাহলে কি ফুলকি ধারাবাহিককে বিদায় জানালেন ফাহিম। যদিও সেই খবর এখন অধরা।

অভিনেতা ফাহিম মির্জা

মুখ্য চরিত্রে শুটিং করলে অন্য কোনও প্রোজেক্টে কাজ করা অসম্ভব হয়ে পড়ে। তাই ফাহিম ‘ফুলকি’র জন্য সময় দিতে পারবেন কিনা সেটাই প্রশ্ন।