মা-বাবার বিয়ের ৩০ বছরের পূর্তি। শত ব্যস্ততার মাঝেই এই দিনটাকে আরও স্পেশাল করে তুললেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। এদিন সকাল থেকেই মা-বাবার জন্য নতুন চমক সাজিয়ে রেখেছিলেন অভিনেত্রী। আর তার প্রতিটি পরিকল্পনার একমাত্র সঙ্গী হলেন অভিনেত্রীর ভাই।
সারাবছর কাজের চাপে বাবা-মাকে খুব একটা সময় দিতে পারেন না শ্রীমা। তবে মা-বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে এদিনটা মা-বাবাকে সারপ্রাইজ দিলেন অভিনেত্রী। যদিও আগে থেকেই সবটা ভেবে রেখেছিলেন অভিনেত্রী।
এদিন সকাল থেকে উঠেই রান্নাবান্না সবই নিজে হাতে করেছেন শ্রীমা। এই প্রসঙ্গে শ্রীমা বললেন, “মা-বাবা কিছুই জানতেন না। সবটাই আমি আর ভাই মিলে পরিকল্পনা করেছিলাম।”
মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল শ্রীমার মায়ের। মা-মেয়ে একপ্রকার একসঙ্গেই বড় হয়েছেন। সমাজমাধ্যমে বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, “মা-বাবার দ্বিতীয় বার বিয়ে। এ বার আমি আর আমার ভাই দু’জনের উপস্থিতিতে বিশেষ কাজটি হল।”
শ্রীমা আরও বলেন, “শ্রী স্বামী নারায়ণ মন্দিরে নিয়ে গিয়েছিলাম মা-বাবাকে। চুপিচুপি মা বাবার জন্য মালাও নিয়ে গিয়েছিলাম। ওঁরা তো ভেবেছিলেন ঠাকুরের জন্য কিনেছি। মা যা লজ্জা পেয়েছে কাল।”
বিবাহবার্ষিকীর উপহারও ছিল অভিনব। বিবাহবার্ষিকী উপলক্ষে বাবাকে দাঁত বাঁধিয়ে দিয়েছেন আর মায়ের জন্য হাঁটু ব্যথা উপশমের জিনিস কিনে দিয়েছেন। তারপর সপরিবারে মিলে গিয়েছিলেন গঙ্গার ধারের এক বিশেষ রেস্তরাঁয়, এদিনের সন্ধ্যেটা সেখানেই হাসি-আনন্দে ভরপুর হয়ে উঠেছিল।
Instagram-এ এই পোস্টটি দেখুন

