টাইপ রাইটার দিয়েই নিখুঁত ছবি আঁকছেন এক শিল্পী, ভাইরাল ভিডিও

নিখুঁত ছবি

বর্তমানে আমরা প্রায়ই কিছু ভাইরাল ছবি অথবা ভিডিও দেখি নেট দুনিয়ায় মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আট থেকে আশি ট্যালেন্ট খুঁজে পাই। সত্যি সোশ্যাল মিডিয়ার আছে বলেই এসব সম্ভব। সম্প্রতি অসামান্য প্রতিভার অধিকারী এই শিল্পীর নিখুঁত ছবি বেশ ভাইরাল হচ্ছে।

একজন ব্যক্তি নাম এসি গুরুমূর্থি, বয়স ৬৫ বছরেরও বেশি। এই বয়সেও তিনি অসাধারণ শিল্প কর্ম করে চলেছেন, তাও আবার টাইপ রাইটারের মাধ্যমে। টাইপ রাইটার দিয়েই নিখুঁত ছবি আঁকছেন তিনি সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নিখুঁত ছবি

একটি ছোট ভিডিও একজন টুইটারে শেয়ার করেছেন যেখানে পুরনো টাইপ রাইটার দিয়েই অসাধারণ একের পর ছবি একে চলেছেন এই ব্যাক্তি। হাতে রঙ তুলি দিয়ে আঁকা সুন্দর সুন্দর ছবি আমরা দেখে থাকি। তবে টাইপ রাইটার দিয়েই নিখুঁত পোর্ট্রেট ছবি ছবি আঁকা, প্রতিভা না থাকলে অসম্ভব।

নিখুঁত ছবি

একের পর এক রামচন্দ্র সাথে হনুমানের ছবি, ভারত মাতার ছবি এছাড়াও  ব্রুসলির ছবি এঁকেছেন যা দেখে অবাক নেট দুনিয়া।

ছবি

এসি গুরুমূর্থি হলেন ব্যাঙ্গালোরের শিল্পী। কিছুদিন আগেই ভারতীয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমানের পোর্ট্রেট ছবি এঁকে ভাইরাল হয়েছেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here