ঠাকুমা-ঠাকুরদা, বাবা-মা বড় মাপের অভিনেতা। রক্তে তার অভিনয়। তিনি হলেন বচ্চন পরিবারের ছোট সদস্য আরাধ্যা বচ্চন। তাকে নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বেশ শোরগোল দেখা যায়।
আরাধ্যাকে দেখে অনেকেই বলে থাকেন এতো ছোট ঐশ্বর্য। মায়ের মতোই সুন্দরী হচ্ছে দিনে দিনে। মাঝেমধ্যেই মায়ের সাথে ক্যাপচার হয় পাপারাৎজিদের ক্যামেরায়।
মাঝে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ভিডিও ভাইরাল হয়েছিল। সেইবার প্রথম ঐশ্বর্যের কন্যার কপাল দেখেছিলেন নেটিজেন। ফের আরও একবার শিরোনামে অমিতাভের নাতনি।
এবার আরাধ্যার সীতার চরিত্রে অভিনয়ের ছবি ভাইরাল হল নেটপাড়ায়। যদিও এটি বহু পুরনো একটি ছবি। তখন আরাধ্যার বয়স মাত্র ১৩ কি ১৪। শৈশব থেকেই বিভিন্ন স্কুল থিয়েটারে অংশগ্রহণ করত আরাধ্যা। আর এই স্কুল থিয়েটারেই সীতা মায়ের চরিত্রে অভিনয় করে সে। ছবিতে তার পাশে আমির খানের পুত্রকে। এই ছবি দেখে সকলেই অবাক হয়ে যান। অনেকেই বলছেন, ‘অমিতাভ বচ্চন যার ঠাকুরদা আর ঐশ্বর্য যখন মা, মেয়ে তো অভিনয় নিয়েই জন্মাবে।’ অনেকে আবার আরাধ্যার বলিউডে ডেবিউ আসায় রয়েছেন।