‘অমিতাভ আমার, সে আমারই থাকবে।’ রেখাকে বললেন জয়া

অমিতাভ বচ্চন

একসময় বক্সঅফিসে সেরা জুটি ছিলেন অমিতাভ বচ্চন এবং রেখা। সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্বের চেয়ে অনেক গভীর সম্পর্ক তৈরি হয়ে ওঠে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লেখক হানিফ জাভেরি, ‘মেরি সহেলি’ পডকাস্টে বলেছেন ‘দো অনজানে’ ছবির সেটেই নাকি অমিতাভ ও রেখার সম্পর্ক গভীর হয়ে ওঠে। আর সেই অনুষ্ঠানেই অমিতাভ ও রেখার সম্পর্ক নিয়ে মুখ খোলেন জয়া বচ্চন।

জয়া বচ্চন জানিয়েছেন, ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অমিতাভ বচ্চনের এক অ্যাকশন দৃশ্যের সময় দুর্ঘটনা ঘটে। সেইসময় অমিতাভ ও রেখার সম্পর্কও হয় বেশ গভীর। সেই সময় যদিও জয়া বচ্চনের সাথে বিয়েটা সেরে ফেলেন অমিতাভ।

অমিতাভের দুঃসময়ে স্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জয়া। হাসপাতালে অমিতাভের পাশেই ছিলেন সব সময়। জয়ার ভালোবাসা অমিতাভের হৃদয়কে স্পর্শ করেছিল। আর সেই সময় থেকেই রেখার থেকে দূরত্ব বজায় রাখা শুরু করেন অমিতাভ।

এরজন্য রেখা কে দুপুরে খাবারের আমন্ত্রণও জানিয়েছিলেন জয়া। সেই সময় জয়া আর রেখার মধ্যে অনেক কথাও হয়। জয়া রেখাকে বলেছিলেন, ‘অমিতাভ আমার। সে আমার ছিল এবং সে আমারই থাকবে।’ অন্যদিকে জয়ার কারনেই অমিতাভের থেকে দূরে সরে যান রেখা।