সত্যিই কি বিয়ে ভাঙছে নীল-তৃণার? গুঞ্জনের মাঝেই আসল সত্যি জানালেন তৃণার পর্দার মেয়ে আয়ুশ্রী

নীল-তৃণা

বেশ কয়েকদিন ধরেই তৃণা সাহা ও নীল ভট্টাচার্যের বিয়ে ভাঙার খবরে সরগরম নেটপাড়া থেকে স্টুডিওপাড়া। ইন্সটায় একে অপরকে আনফলো থেকে ডিভোর্সের সূত্রপাত। তবে কি সত্যি বিয়ে ভাঙছে নীল-তৃণার?

ডিভোর্সের গুঞ্জনের মাঝেই সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে ধরা দিলেন তারকাদম্পতি। আর সেই অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েই গুঞ্জন ভেস্তে দিলেন ‘তটিনী’র পর্দার মেয়ে আয়ুশ্রী।

খুদে আয়ুশ্রীর শেয়ার করা ছবিতে দেখা গেল, নীল এবং তৃণার সঙ্গে সেও পুরস্কার হাতে ক্যামেরায় পোজ দিয়েছে। তবে নজর কাড়ল খুদের পোস্টের ক্যাপশন, “অনেক নেতিবাচক পোস্ট দেখার পর এটা আমার পোস্ট। আমার রিয়েল মাম্মি, ওঁর রিয়েল হাজবেন্ডের সঙ্গে। দয়া করে বাজে খবর ছড়াবেন না। যদি পারেন ইতিবাচক কথা বলুন। গুড ভাইরাল নিউজ নিয়ে কাজ করুন। টিআরপি বাড়ানোর গুজবে কান দেবেন না।”

এই পোস্টে নীল-তৃণা দুজনকেই ট্যাগ করেছে আয়ুশ্রী। যেখানে পর্দার মেয়ের কথায় সায় দিয়ে ‘লাইক’ দিয়েছেন পরশুরামের তটিনী ওরফে তৃণা সাহা।

Previous articleছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় দুর্গাপূজা রচনা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।