দেবলীনার সঙ্গে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ নিলেন সায়ক চক্রবর্তী

সায়ক চক্রবর্তী

দেবলীনা নন্দীর আত্মহত্যা ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে সবচেয়ে বেশি নামটা সমালোচিত হয়েছে তিনি হলেন সায়ক চক্রবর্তী। গত কয়েক দিনে নেটিজেনদের কটাক্ষে রীতিমত নাজেহাল অবস্থা সায়কের। অনেকের কুরুচিপূর্ণ মন্তব্যে দিয়েছেন পাল্টা জবাবও।

বান্ধবীর অসহায় অবস্থা থেকে শুরু করে দেবলিনার সঙ্গে অবৈধ সম্পর্ক, দোষ না থাকা সত্বেও সবটাই সহ্য করতে হয়েছে তাকে। এবার এসবের মাঝেই বড় পদক্ষেপ নিলেন সায়ক।

বাড়ির পরিচারিকা খুকুর মেয়েকে নিয়ে কেরিয়ার কাউন্সিলিং করাতে গেলেন সায়ক। দেবলিনাকে নিয়ে বিতর্কের মাঝেই এবার খুকুর মেয়ের কেরিয়ারের জন্য বিশেষ ব্যবস্থা নিলেন সায়ক।

সোমবার অভিনেতা একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে খুকুর মেয়ে তনুশ্রী মাঝি জানান, সুন্দরবন ও জয়নগরের মাঝে একটি গ্রামে তার বাড়ি। তিনি কিছুদিন আগে একটি কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু সেখানে পড়াশোনা নাকি খুব একটা ভালো ভাবে হয় না।

বরং রাজনীতি নিয়ে নানা রকমের আলাপ আলোচনা লেগে থাকে সারা দিন। তাই সে ওই কলেজ থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। তবে কেরিয়ারটাও তো গুরুত্বপূর্ণ তাই কীভাবে সে তাঁর কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে? পাশাপাশি পড়াশোনা করে একটা ভালো চাকরি কীভাবে পাবে?

তা জানতেই সায়কের সঙ্গে মাকে নিয়ে কেরিয়ার কাউন্সিলিং করতে আসে সে। এই ভিডিয়োটি শেয়ার করে নেন সায়ক। ভিডিয়োটি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘খুকুর মেয়ে বড় কলেজে পড়বে, খুব ভালো একটা কাজ করলাম আজ, খুব গর্ব হচ্ছে।’ এমন একটা কাজ করে অভিনেতা যে দারুণ খুশি তা বলাই বাহুল্য।

Previous articleপ্রিয় বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।