“ইন্ডাস্ট্রিতে অনেককে বন্ধু ভেবেছিলাম কিন্তু তুই …”, দেবলিনাকে নিয়ে বিতর্কের মাঝে সায়ককে নিয়ে মুখ খুললেন আয়েশা

আয়েশা ভট্টাচার্য

সম্প্রতি আরও একবার খবরের শিরোনামে উঠে এসেছে ব্লগার সায়ক চক্রবর্তী। দেবলিনা নন্দীর আত্মহত্যার ঘটনায় বন্ধুর পাশে এসে দাঁড়ালেও সায়ক শুনতে হয়েছে নানা কটাক্ষ। দেবলীনার সঙ্গে সায়কের বন্ধুত্ব নতুন নয়। তা সোশ্যাল মিডিয়ায় সকলেরই জানা। দেবলীনাকে হাসপাতালে দেখতে যাওয়া থেকে শুরু করে তাদের একসাথে ভিডিও নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় কড়া সমালোচনা।

অনেকেই দেবলীনা ও সায়কের ঘনিষ্ঠ ছবি তুলে প্রশ্ন তোলেন, এই সম্পর্ক কি নিছক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কারও মন্তব্য, এমন ঘনিষ্ঠতা থাকলে সংসারে অশান্তি হওয়াই স্বাভাবিক।

এই বিতর্কের মাঝেই ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করেন সায়ক। তিনি জানান, দেবলীনা তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কিছুই নন। যাঁদের রুচিবোধ আছে, তাঁরা এই সম্পর্ককে বন্ধুত্ব হিসেবেই দেখবেন। বন্ধুত্ব মানেই অন্যরকম সম্পর্ক এমন ধারণাকে তিনি কড়া ভাষায় খারিজ করেন এবং বলেন, তিনি কোনও দিন অশালীন আচরণ করেননি।

সম্প্রতি সায়কের দিকে অভিযোগের আঙুল ওঠা নিয়ে মুখ খুললেন বন্ধু আয়েশা ভট্টাচার্য। সায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করে আয়েসা ফেসবুক পেজে লেখেন, ইন্ডাস্ট্রি তে অনেককে বন্ধু ভেবেছিলাম কিন্তু সত্যিকারের বন্ধুত্ব পালন তুই করে এসেছিস সব সময়।

“বন্ধু হিসেবে সত্যি তুই ১০০/১০০ সায়ক ❤️… আমি জানি আমার পাশে কিভাবে থেকেছিস আমার কাজের জায়গার খারাপ সময়েতেও বা ব্যাক্তিগত জীবনের সমস্যার সময়তেও… কে কি বলছে জানিনা! ব্যক্তিগত ভাবে যারাই তোকে চেনে তারা প্রত্যেকেই এক কথাই বলবে তোর বিষয়ে… তাই তোকে বলছি একদম নিশ্চিন্তে থাক বাকি উত্তর সময়ে দেবে বাকিদের…”

আয়েশা ভট্টাচার্য