মাত্র ২৬ বছরেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় তারকা, শোকের ছায়া বিনোদন জগতে

ক্যামরিন ম্যাগনেস

2025 সাল চলচ্চিত্র জগতের জন্য অভিশপ্ত। একের পর এক তারকার মৃত্যুতে শোকের ছায়া। ফের আরও এক তারকার অকাল মৃত্যুর খবর। যদিও তিনি গত হয়েছেন বেশকিছুদিন আগে। সেই খবর মিলল অনেক পরে।

গত ৫ ই ডিসেম্বর মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস মারা গেছেন। মৃত্যুর খবর মেলে ৯ ডিসেম্বর (রিপোর্ট অনুযায়ী)। মাত্র ২৬ বছর বয়সে অকালে ঝরল আরও এক প্রাণ।

ক্যামরিন ম্যাগনেস

জনপ্রিয় ব্যান্ড, ওয়ান ডিরেকশন’র সঙ্গে পারফর্ম করার মাধ্যমে পরিচিত ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার পেজে তার আকস্মিক মৃত্যুর খবর মিললেও মৃত্যুর কারণ জানা যায়নি। এক শোক বার্তায় বলা হয়েছে,  প্রিয় ক্যামরিনের মৃত্যুতে আমরা সবাই শোকাহত, আমাদের হৃদয় ভারাক্রান্ত।