টিআরপি কম, আচমকাই স্লট ছাড়তে হল জি-বাংলার এই মেগা ধারাবাহিককে

অমর সঙ্গী

টিআরপি কম, ফের স্লট পাল্টানো হল জি-বাংলার এক মেগা ধারাবাহিকের। ৬ মাসের মধ্যে দুবার স্লট পাল্টে গেল এই মেগার। হতবাক হচ্ছেন দর্শকেরা।

একাধিক নতুন ধারাবাহিকের আগমেই পুরনো ধারাবাহিকের স্লট বদল হচ্ছে ক্রমাগত। টিআরপির অভাবে আবার কপাল পুড়ল জি বাংলার ‘অমর সঙ্গী’ ধারাবাহিকের। নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলি অভিনীত এই ধারাবাহিক প্রথমে দুপুরের স্লটে সম্প্রচার হত।

এরপর স্লট পরিবর্তন করে বিকেলের স্লটে পাঠানো হয়। আবার নতুন ধারাবাহিক আসার কারণে এবং টিআরপি কম থাকার জন্য ফের দুপুরের স্লটে আনা হচ্ছে এই মেগা ধারাবাহিককে।

অমর সঙ্গী

বিকেল ৫.৩০ স্লট থেকে সরিয়ে এখন আবার দুপুর ৩টের স্লটে পাঠানো হল। এতবার একটি ধারাবাহিকের স্লট পরিবর্তন হওয়ায় বিরক্ত দর্শকেরা।