অবশেষে শেষ হল ‘অমরসঙ্গী’, শুটিংয়ের শেষদিনে চোখে জল সকলের

অমরসঙ্গী

অবশেষে শেষ হল জি-বাংলার ‘অমরসঙ্গী’ ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী শ্যামপ্তি মুদলি। এই ধারাবাহিক প্রথমদিকে দুপুরের স্লটে থাকায় সেভাবে টিআরপি পাইনি।

রাজ আর শ্রী এর জুটি মিশ্র ফলাফল পেয়েছিল দর্শকমহলে। তবে টিআরপি ছাড়া কোনও ধারাবাহিক চালানো সম্ভব নয়। তাই অবশেষে এই গল্প বন্ধ করার সিদ্ধান্ত নেন নির্মাতারা।

অবশেষে শেষ হল অমরসঙ্গীর যাত্রা। শেষদিনে আবেগপ্রবণ হয়ে পড়েছিল গোটা টিম। বিশেষ করে নায়িকা শ্রী ওরফে অভিনেত্রী শ্যামপ্তি মুদলি। শেষদিনে চোখে জল নায়িকার।