সারেগামাপা-র মঞ্চে মুনমুনের কণ্ঠে ‘আমার দুর্গা’, চোখে জল কৌশিকি চক্রবর্তীর

কৌশিকি

আর মাত্র কয়েকটা দিন পরেই দেবী পক্ষের সূচনা। একদিকে উমা ঘরে ফেরার পালা, অন্যদিকে আরজিকর কান্ডে সুবিচারে আশায় রাজ্যের মানুষ। এমন পরিস্থিতির মাঝে এবার জি-বাংলার মঞ্চে নারীশক্তির বন্দনা।

আসন্ন পর্বে বিশেষ অতিথি হয়ে আসছে শিল্পী মুনমুন মুখোপাধ্যায়। মল্লিকা সেনগুপ্তের বিখ্যাত কন্যাশ্লোক ‘আমার দুর্গা বিপদে-আপদে মা বলে ডাকে…. আমার দুর্গা ত্রিশূল ধরেছে,স্বর্গে এবং মর্ত্যে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে’ পাঠ করবেন মুনমুন মুখোপাধ্যায় এবং তার কন্ঠের সঙ্গে মঞ্চে নৃত্য পরিবেশনা আয়োজন হয়েছে।

মুনমুন মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘আমার দুর্গা পথে’ শ্লোক শিহরণ জাগিয়ে তুলবে। প্রোমোতে দেখা যায় মুনমুন মুখোপাধ্যায়ের কণ্ঠে নারীশক্তির বন্দনা শুনে চোখে জল কৌশিকি চক্রবর্তীর।