‘গত দেড় বছর তেমন কাজ নেই…মধ্যবিত্ত পরিবারের একমাত্র আমি আর্নিং মেম্বার’, বললেন অভিনেত্রী শ্রুতি দাস

অভিনেত্রী শ্রুতি দাস

অভিনেত্রী শ্রুতি দাস কাটোয়ার মেয়ে। ত্রিনয়নী ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছেন। প্রথম ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে পরিচিতি লাভ করেছেন। ছোটপর্দায় তার শেষ কাজ ‘রাঙা বউ’।

এরপর বড়পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন শ্রুতি। আজ নিজের দক্ষতায় সাফল্য পেলেও একসময় এই জায়গায় পৌঁছাতে তাকে অনেক স্ট্রাগল এবং কটু কথা শুনতে হয়। তার জীবনের লড়াইটা খুব একটা মসৃণ ছিল না।

ক্যারিয়ারের শুরু থেকে বাধা হয়ে দাঁড়িয়েছিল গায়ের রং। এমনকি তার গায়ের রং নিয়ে তার সামনেই অনেকে কটাক্ষ করেছেন। অডিশন দিতে গিয়ে গায়ের রঙয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

এমনকি অভিনেত্রীর স্বামী পরিচালক স্বর্ণেন্দুও সমাদ্দারের সঙ্গে সম্পর্ক জড়ানোয় অনেক সমালোচনা হয়। শ্রুতিকে শুনতে হয় তিনি নাকি কাজ পাওয়ার জন্যই স্বর্ণেন্দুকে বিয়ে করেছেন।

সদ্য মিমি চক্রবর্তীর ডাইনি ছবিতে তাকে দেখা গেছে। তবে বহুদিন ধরে ছোটপর্দায় কাজ করছেন না অভিনেত্রী। টেলিভিশন পর্দা নিয়ে এবার এক সাক্ষাৎকারে মুখ খুলল শ্রুতি।

এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে সিরিয়ালে কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘গত দেড় বছর ধরে আমি টেলিভিশনের সাথে যুক্ত নই। কাজের অফার যে আসেনি তা নয় কিন্তু আমি নিজেকে সেই কাজের যোগ্য মনে করিনি। তাই জন্য করা হয়নি। আমার মনে হয়েছে আরও কিছুটা সময় দরকার। তবে ২০২৪ অনেক ভালো ভালো কাজ করেছি। যেগুলো এই ২০২৫ এ এসে মুক্তি পাচ্ছে। এই মুহূর্তে আমি কাজ নিয়ে ৫০ শতাংশ খুশি এবং ৫০ শতাংশ স্ট্রাগল করছি। কারণ মধ্যবিত্ত পরিবারে আমি একমাত্র আর্নিং মেম্বার।’