‘আলতা ফড়িং’ ধারাবাহিকে ফড়িংয়ের বিপদ যেন কিছুতেই কাটছে না। ফড়িংয়ের বিরুদ্ধে আবার বড়সড় ষড়যন্ত্রের জাল বুনছে পুপু। যারা নিয়মিত ‘আলতা ফড়িং’ ধারাবাহিকটি দেখেন তারা জানেন, অভ্র নির্দোষ সেই প্রমাণ আনতে গিয়ে এক্সিডেন্ট হয় ফড়িংয়ের। পায়ের হাড় গুলো ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।
ফড়িং আর কোনোদিন জিমন্যাস্টিক করতে পারবে না। কিন্তু হাল ছেড়ে দেয়নি অভ্র। নিজের স্ত্রীকে সুস্থ করে আবার জিমন্যাস্টিক মঞ্চে ফেরাবে সকলের সামনে প্রতিজ্ঞা করে সে।
একদিকে ফড়িং-এর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সবসময় তার পাশে রয়েছে অভ্র। ধীরে ধীরে ফড়িং সুস্থ হয়ে উঠেছে। তবে এসবের মধ্যে আসছে ঘোর বিপদ। সামনেই ন্যাশনাল চ্যাম্পিয়ন শিপ। আর ফড়িং যাতে পারফর্ম না করতে পারে তাই আগে থেকে ঘুষ খাইয়ে রাখবে পুপু। কি করবে এবার অভ্র? ফড়িং কি পারবে পুপু সব ষড়যন্ত্র ধরতে। বলে রাখি, ধারাবাহিকে আসছে নতুন চমক। তার জন্য টিভিতে দেখতে হবে ‘আলতা ফড়িং’ ধারাবাহিক।