খুব শীঘ্রই আবার পর্দায় কামব্যাক করবেন ‘আলতা ফড়িং’-এর নায়িকা খেয়ালী

খেয়ালী

টিভির পর্দায় বেশ কিছুদিন আগে বিদায় নিয়েছে ‘আলতা ফড়িং’ ধারাবাহিকটি। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী খেয়ালী মন্ডল এবং অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকটি শুরু থেকেই পর্দায় হিট ছিল।

প্রথম দিকে যেমন টিআরপি’র তালিকায়, ঠিক তেমন দর্শকের মন জয় করেছে এই ধারাবাহিক। ফড়িং আর ব্যাংকবাবু’র জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে ধারাবাহিকে নায়ক-কে ভিলেন বানানোর পর জনপ্রিয়তা একটু কমে গিয়েছিল। তবে ধারাবাহিকের একনিষ্ঠ দর্শক ছিল যার সিরিয়ালটিকে এখনও মিস করেন।

ধারাবাহিক শেষ হওয়ার পর এই প্রথম এক সাক্ষাৎকারে ধরা দিলেন ছোটপর্দার ফড়িং ওরফে অভিনেত্রী খেয়ালী মন্ডল। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে খেয়ালী জানিয়েছেন, পরবর্তী কাজ নিয়ে কথাবার্তা চলছে, তবে অভিনেত্রী পাশাপাশি ভালো চরিত্রে জন্য অপেক্ষা করছেন। তাই সম্ভবত খুব শীঘ্রই আবার নতুন সিরিয়াল নিয়ে ফিরবেন।

YouTube video player

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here